• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাথরঘাটায় সাতজন নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৮:০১
নিহত মামলা পাথরঘাটা
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণে সাতজনের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতিসাধনের অভিযোগে মামলা হয়েছে।

দুপুরে মৃত রিকশাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহীনা আক্তার বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে মুখ খুলছে না কোতোয়ালি থানার পুলিশ।

মামলায় ভবন মালিক দুই সহোদর অমল বড়ুয়া ও টিটু বড়ুয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আরটিভি অনলাইনকে জানান, অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতিসাধনের অভিযোগে একটি মামলা হয়েছে। এতে কয়েকজনকে আসামি করা হয়েছে। এর আগে রোববার সকালে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিফ ফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণে সাতজন নিহত ও ১৫ জন আহত হন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
X
Fresh