• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরের সব রুটে বাস চলাচল বন্ধ

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১২:১৯
মেহেরপুর বাস লোকাল
মেহেরপুর বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা লোকাল বাস

মেহেরপুর জেলা থেকে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সোমবার বেলা এগারটার দিকে বাস চালকদের অনীহায় মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কসহ আন্ত:জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

নতুন পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদে চালকরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

এর আগে একই দাবিতে শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছিল মোটর শ্রমিকরা।

মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-মুজিবনগর সড়কে লোকাল বাস চলাচল করে। মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা বাস মালিক সমিতির নির্ধারিত সংখ্যক বাস চালানো হয়।

শনিবার মেহেরপুর জেলার শ্রমিকরা বাস চালু করলেও কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার শ্রমিকরা বন্ধের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফলে মেহেরপুর জেলার সীমানা পর্যন্ত বাস চলাচল করছিল। আজকের বন্ধের পর আশেপাশের জেলার সঙ্গে বাস যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: যশোরের ১৮ রুটে বাস চলাচল বন্ধ
---------------------------------------------------------------

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ হওয়ার পর থেকেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজাররা আতঙ্কে রয়েছেন। আইনের বিভিন্ন ধারায় বড় ধরনের জরিমানা ও জেলের বিধান রাখা হয়েছে। যেকোনো শ্রমিক এই ধারায় সাজা পেতে পারেন। তাই শ্রমিকদেরকে কোনভাবে বাস চালানোর বিষয়ে রাজি করা যাচ্ছে না।

মোটর শ্রমিকের একটি সূত্রে জানা গেছে, শুধু মেহেরপুর জেলা নয় খুলনা বিভাগের সব জেলায় একইভাবে বাস চলাচল বন্ধ করেছে শ্রমিকরা। তাদের সিদ্ধান্তের সঙ্গে একমত রয়েছে শ্রমিক সংগঠনগুলো। কিন্তু প্রকাশ্যে এ বিষয়ে কেউ কোনও কথা বলছেন না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
গরমে শিশুর যত্নে যা করবেন
X
Fresh