• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক রাতে তিন বাল্যবিয়ে বন্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ নভেম্বর ২০১৯, ১১:২১
এক রাতে তিন বাল্যবিয়ে বন্ধ

সিরাজগঞ্জে এক রাতে তিন স্কুলছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব গ্রামের ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন (১৩), পরে একই এলাকার হরিপুর গ্রামের ১০ম শ্রেণির ছাত্রী আশা খাতুন (১৫) ও পৌর এলাকার ধানবান্ধিতে ৮ম শ্রেণির ছাত্রী বিথী খাতুনের (১৩) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, প্রত্যেক কনের বাবা ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দিয়েছেন যে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না।

অভিযানের সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঈন উদ্দীন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
টানা ৩ দিন যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
টানা ৩ দিন কোথায় কখন ঝড়-বৃষ্টি হতে পারে
রাত ১টার মধ্যে যেসব জায়গায় ঝড়ের শঙ্কা
X
Fresh