logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

নদী দখল করে প্লট বানিয়ে বিক্রি, নিশ্চুপ প্রশাসন (ভিডিও)

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

|  ১৬ নভেম্বর ২০১৯, ১০:১২ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১০:৩৮
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী দখল করে বালু ফেলে প্লট বানিয়ে বিক্রি করছে ভূমিদস্যুরা। দখল থেকে বাদ যায়নি নৌ চলাচলের খেয়াঘাটও। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে একটি চক্র এমন অপকর্ম চালিয়ে আসলেও নিশ্চুপ প্রশাসন। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনেই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খালঘাট। গোয়ালবাড়ী খেয়াঘাটের দুই পাশে চলছে নদী দখলের মহোৎসব। তারপরও অজানা কারণে নিশ্চুপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বালু ফেলে ভরাট তারপর জাল কাগজ-পত্র করে প্লট আকারে চলছে বিক্রি। এসব বিষয়ে জানতে চাইলে যুক্তিও দেখায় ভূমিদস্যুরা।

এদিকে অবৈধ নদী দখলের বিষয়টি স্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম। 

আর নদী দখলে সহায়তার জন্য সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করলেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। 

মহানন্দা, পাগলা আর পুনর্ভবা নদীতে ১’শ ৪৭ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে জেলা শহরের বেতবাড়িয়া মৌজা এলাকায় দখল করা হয়েছে নদীর প্রায় অর্ধেক এলাকা। এতে পরিবর্তন হয়েছে নদীর স্বাভাবিক গতিপথ।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়