logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

নওগাঁয় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁ প্রতিনিধি
|  ১৫ নভেম্বর ২০১৯, ২১:৫৪
নওগাঁ ট্রাক সংঘর্ষ সংঘর্ষে
নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌদ্দমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, সাবাইহাটের ফয়েজুল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে সাবাইহাটের দিকে আসার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে একটি ব্রিজে পৌঁছালে নওগাঁ হতে রাজশাহীমুখী একটি ট্রাক মোটরসাইকেলর সামনে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়