• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পেঁয়াজের দাম বেশি নেয়ায় জরিমানা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৯, ২৩:৩১
পেঁয়াজ, জরিমানা

পেঁয়াজের ঝাঁজ দিনকে দিন বাড়ছেই। জাতীয় সংসদও পেঁয়াজ ইস্যু নিয়ে আজ উত্তাল ছিল। এদিকে মাত্রাতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা এবং পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় রাজধানীর শ্যামবাজারের আড়তে তিন দোকানকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আন্তঃমন্ত্রণালয় অভিযানিক দল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামবাজারের আড়তে অভিযান চালিয়ে অভিযুক্তদের এই জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন দোকানে পেঁয়াজের বিপুল মজুদ দেখা গেছে।

জানা গেছে, বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সিটি করপোরেশনের সমন্বয়ে গঠিক এই অভিযানিক দলটিতে দিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

সেসময় মেসার্স বাণিজ্যালয়, নিট বাণিজ্যালয়, সিকদার অ্যান্ড সন্স ও রফিক ট্রেডার্স নামে ৪টি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে রফিক ট্রেডার্স পাইকারি ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও বাকি দোকানগুলো পেঁয়াজ বিক্রি করছে ১৪০ থেকে ১৫৫ টাকা কেজি দরে। পরে রফিক ট্রেডার্স ছাড়া বাকি ৩ দোকানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিবের খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
‘শেষমেশ’-এ কাজের অভিজ্ঞতা দারুণ ছিলো : পারসা ইভানা
X
Fresh