• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বান্ধবীদের নিয়ে গল্প করা যাবে না বলতেই কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৯, ২৩:৪৯
হত্যা কলেজছাত্র বান্ধবী
প্রতীকী ছবি

রাজশাহীতে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর শাহ মখদুম থানার পবা নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মো. ফাহিম (১৮)। একই ঘটনায় নিহত ফহিমের বন্ধু যুবরাজ (১৯) গুরুতর আহত হয়েছেন।

নিহত ফাহিম রাজশাহীর পবা উপজেলার নতুনপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। তিনি নগরের বরেন্দ্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের পেছনে দুই তরুণ এবং দুই তরুণী বসে গল্প করছিলেন।

তখন ফাহিম এবং তার দুই বন্ধু যুবরাজ ও সৈকত তাদের বলেন, এখানে বসে গল্প করা যাবে না।

এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তরুণীদের সঙ্গে বসে থাকা দুই তরুণের একজন ছুরি বের করে ফাহিম ও যুবরাজকে আঘাত করেন।

এ সময় প্রাণভয়ে সৈকত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফাহিম ও যুবরাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ফাহিম মারা যান।

তবে আহত যুবরাজের দাবি, বিকেলবেলা তারা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের পাশে বসেছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী এসে তাদের কাছে যা আছে সব দিয়ে দিতে বলে। তারা আপত্তি করলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সন্ধ্যার একটু আগে ফাহিম ও যুবরাজকে হাসপাতালে আনা হয়। ফাহিমের বুকের বাঁ পাশে ছুরির আঘাতের চিহ্ন ছিল। যুবরাজের বুকের ডান পাশে আঘাত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আমরা ছিনতাইকারীর বিষয়টি জানি না । বান্ধবীদের নিয়ে বসে থাকা দুই তরুণ এ ঘটনা ঘটিয়েছেন বলে জানতে পেরেছি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh