• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শজিমেক থেকে নবজাতক চুরি

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৯, ২২:১৬
নবজাতক চুরি হাসপাতাল
ফাইল ছবি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত নয়টা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

এর আগে বুধবার দুপুরের পর শিশুটি গাইনি ওয়ার্ড থেকে চুরি হয়ে যায়।

জানা গেছে, কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের সৌরভ মিয়ার স্ত্রী নাহিদা আকতারের (২৪) প্রসববেদনাজনিত কারণে বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। দুপুরের পর রোগীকে লেবার রুমে নেওয়া হয়। সেখানে অপারেশন ছাড়াই নাহিদা আকতার একটি ছেলে সন্তান প্রসব করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেল তিনটার দিকে নার্সরা নবজাতককে প্রসূতির সঙ্গে আসা আবেদা বেগম নামে এক আত্মীয়ের হাতে তুলে দেন।

নবজাতককে নিয়ে ওয়ার্ডে যাওয়ার পথে অজ্ঞাত এক নারী আবেদা বেগমকে বলে প্রসূতির জন্য ওষুধ লাগবে, এজন্য তাকে টাকা দিয়ে নবজাতক কোলে নেয়। তিনি ওষুধ কিনতে যাওয়ার পর নবজাতকসহ ওই নারী উধাও হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, নবজাতক চুরির বিষয়টি বিকেল তিনটার পর হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। কর্তৃপক্ষ বিষয়টি অবগত হবার পর থেকেই অভ্যন্তরীণ খোঁজ নেওয়া শুরু করে। কিভাবে এই ঘটনা ঘটলো সেটি খতিয়ে দেখা হচ্ছে ।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা আরটিভি অনলাইনকে জানান, শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে মাঠে তৎপর রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
সারের দোকানে ১০ লাখ টাকার মালামাল চুরি
X
Fresh