• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাত্র ৩০ সেকেন্ডের তর সয়নি তূর্ণার চালকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি প্রতিনিধি

  ১৩ নভেম্বর ২০১৯, ১৭:১৫
ট্রেন তূর্ণা দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাগামী তূর্ণা নিশীথা ট্রেনটি মঙ্গলবার রাত দুইটা ৪৮ মিনিটে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়।

মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাস্টার ট্রেনটিকে তার স্টেশনে প্রবেশের আগেই আউটারে থাকার সিগন্যাল দেয়। কিন্তু তূর্ণা ট্রেনটির চালক (লোকো মাস্টার) সিগন্যাল না মানায় ভয়াবহ দুর্ঘটনায় এতগুলো তাজা প্রাণ ঝরে গেল।

স্থানীয়রা বলছেন, চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশীথা ট্রেনটি যদি আর মাত্র ৩০ সেকেন্ড পরে এই লাইন দিয়ে প্রবেশ করতো তাহলে দুর্ঘটনা হয়তো ঘটতো না।

ক্ষুব্ধ এলাকাবাসী বলাবলি করছেন, মাত্র ৩০ সেকেন্ড তর সয়নি তূর্ণা নিশীথা ট্রেনের চালকের। সিগন্যাল না মেনে তার তাড়াহুড়োর জন্য এতো লোক হতাহত হয়।