• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কেরানীগঞ্জে জনসন বেবি লোশনসহ নকল প্রসাধনী জব্দ, ১৫ লাখ টাকা জরিমানা (ভিডিও)

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

  ১৩ নভেম্বর ২০১৯, ১২:৩৭

কেরানীগঞ্জের জিঞ্জিরার আতাসুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এগুলোর মধ্যে জনসন বেবি লোশন, কুমারিয়া হেয়ার অয়েলসহ নামীদামী ব্যান্ডের বিভিন্ন প্রসাধনী সামগ্রী ছিল।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে কেরানীগঞ্জের আতাসুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এসময় বিভিন্ন নামীদামী কোম্পানির পণ্য নকল করার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও ১৫ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয় ৫টি প্রতিষ্ঠান।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, অভিযানে বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। এগুলোর বেশিরভাগই শিশুদের জন্য তৈরিকৃত। যেসব দোকানে এগুলো বিক্রি করা হচ্ছে সেখানেও অভিযান চালানো হবে।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার 
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
X
Fresh