• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা: অপমৃত্যুর মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৯, ১০:০৫
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা: অপমৃত্যুর মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা: অপমৃত্যুর মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে রেলওয়ে কতৃপর্ক্ষ।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন মন্দবাগ রেলস্টশন মাস্টার জাকির হোসেন চৌধুরী।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, তদন্ত সাপেক্ষে মামলায় আসামি করা হবে।

এদিকে ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল থেকে ১০ জনকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ জন।

গতকাল মঙ্গলবার রাতে নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য রেলপথ মন্ত্রণালয় থেকে দুইটি, রেলওয়ে বিভাগ থেকে দুইটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটিসহ মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে রেলস্টেশনে আন্তঃনগর তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনায় ১৬ জন নিহত ও শতাধিক আহত হন। এর পরপরই চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় লোকো মাস্টার, সহকারী লোকে মাস্টার ও তুর্ণার গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার পরপরই ছুটে আসেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
গেটম্যানের গাফিলতিতে ফেনীতে ট্রেন দুর্ঘটনা
দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী
ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা, বরখাস্ত ৩
X
Fresh