• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বামীর লাশ দাফন করে ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

  ১২ নভেম্বর ২০১৯, ১৮:২২
স্বামীর লাশ দাফন করে ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু
স্বামীর লাশ দাফন করে ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

জাহেদা বেগম (৪০) এর স্বামী মুসলিম মিয়া কাজ করতেন চট্টগ্রামের একটি জাহাজে। নভেম্বরের ৭ তারিখ মুসলিম মিয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান সেখানেই৷ জাহেদা বেগম তার দুই সন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে গত শনিবার এসেছিলেন শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের গাজীপুরে তার শ্বশুর বাড়িতে স্বামীর লাশ দাফন করতে৷

স্বামীর লাশ দাফন করা শেষে গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থেকে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসে আবার চট্টগ্রাম ফিরে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় মারা যান জাহেদা বেগম। একই ঘটনায় জাহেদা খাতুনের দুই সন্তান ইমন (১৫) ও সুমি (১০) গুরুতর আহত হয়েছেন৷

সরেজমিনে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জাহেদা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে বিলাপ করছেন জাহেদা বেগমের আত্মীয়-স্বজনরা৷

স্থানীয় বাসিন্দা টিটু মিয়া জানান, গত শনিবার আমরা জাহেদার স্বামী মুসলিম মিয়াকে দাফন করেছি। গতকাল কুলখানি শেষ করে জাহেদা তার বাচ্চাদের বার্ষিক পরীক্ষা দেওয়ানোর জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল। সেখানে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

জাহেদা বেগমের ননদ জোৎস্না বেগম বলেন, গত বৃহস্পতিবার আমরা দুর্ঘটনায় আমার ভাইকে হারাই। তার পাঁচদিনের মাথায় গতকাল রাতে আমরা ভাবীকেও হারিয়ে ফেললাম৷ আমার ভাইয়ের ছেলে-মেয়েগুলো এখন এতিম হয়ে গেলো৷

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
গেটম্যানের গাফিলতিতে ফেনীতে ট্রেন দুর্ঘটনা
দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী
ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা, বরখাস্ত ৩
X
Fresh