• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মর্গে ছোঁয়ার নিথর দেহ, আহত বাবা-মা ঢাকার পথে

আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ১৭:২৪
মর্গে ছোঁয়ার নিথর দেহ, আহত বাবা-মা ঢাকার পথে
মর্গে ছোঁয়ার নিথর দেহ, আহত বাবা-মা ঢাকার পথে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সোমবার রাত পৌনে ৩টার দিকে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষ হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দশ জনের মৃত্যু হয়। পরে বিভিন্ন হাসপাতালে আরও ছয় জন মারা যান।

এ দুর্ঘটনায় নিহত হয় তিন বছরের ছোঁয়া মণি। তার মরদেহ পড়ে আছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে। তার বাবার নাম সোহেল মিয়া, মা নাজমা বেগম। এ দুর্ঘটনায় আহত হন তারাও।