• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারে চলছে শোকের মাতম

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ১৬:৪৩
ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারে চলছে শোকের মাতম
ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারে চলছে শোকের মাতম

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জেরই ছয়জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ও শহরের আনোয়ারপুর এলাকার আলী মোহাম্মদ ইউসুফ (৩৫), হবিগঞ্জ শহরতলীরও বহুলা গ্রামের আলমগীর আলমের ছেলে ইয়াছিন আরাফাত (১২), চুনারুঘাট উপজেলার পীরের গাওয়ের সুজন মিয়া (২৫), বানিয়াচং উপজেলার মদনমুরক গ্রামের আল আমিন (৩০), বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার সোহেল মিয়ার কন্যা আদিবা (৩) এবং সোনারগাঁ উপজেলার আহমদাবাদ গ্রামের পিয়ারা বেগম (৬২)।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন নিহত হয়। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। নিহতদের বাড়িতে এ খবর পৌঁছার পর থেকেই তাদের আত্মীয় স্বজনদের আহাজারিতে বাড়ির আকাশ ভারি হয়ে উঠছে। এরই মধ্যে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতে শুরু করেছে।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।