• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ : গাছ চাপায় নারী নিহত

খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ নভেম্বর ২০১৯, ১১:৪৫
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ : গাছ চাপায় নারী নিহত
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ : গাছ চাপায় নারী নিহত

বুলবুলের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে গাছ পরে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মণ্ডল (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এ ঘটনা ঘটে। নিহত প্রমিলা দক্ষিণ দাকোপের সুভাস মণ্ডলের স্ত্রী।

দাকোপ‌ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, নিহত প্রমিলা দক্ষিণ দাকোপের প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রাতে আশ্রয় নিয়েছিলেন। সকালে তিনি সাইক্লোন শেল্টারের পাশে নিজের বাড়িতে গিয়ে রান্না শুরু করেন। এসময় ঝড় শুরু হলে তার বাড়ির পেছনের একটি বড় গাছ ভেঙে পরে। ঘটনাস্থলেই প্রমিলা মণ্ডল মারা যান।

আবহাওয়া অধিদপ্তরের ৩০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ (১০ নভেম্বর) সকাল ৬টায় বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতাম্যের আধিক্য বিরাজ করছে।