logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: পটুয়াখালীতে গাছচাপায় নিহত ১

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: পটুয়াখালীতে গাছচাপায় নিহত ১
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: পটুয়াখালীতে গাছচাপায় নিহত ১
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে পটুয়াখালীতে দমকা হওয়ায় গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে এক হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামেদ পেশায় ছিলেন একজন মৎস্যজীবী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, রাতে দমকা হাওয়ার শুরু হলে গাছ উপড়ে ঘরের ওপর পড়লে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।

ঘূর্ণিঝড় বুলবুল ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে গতকাল শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে। প্রায় তিন ঘণ্টায় পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর সুন্দরবনের ভারতীয় অংশের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে, সেই সঙ্গে দমকা বাতাস।

এসএস

RTVPLUS