• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আপিলেও কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৭, ১২:২১

টাঙ্গাইল ৪ আসনের স্থগিত থাকা উপনির্বাচনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গেলো বছরের ৪ ফেব্রুয়ারি বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা কাদের সিদ্দিকীর রিট খারিজ করে দেন। পরে সে আদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি।

হজ নিয়ে বিতর্কিত মন্তব্যে করে মন্ত্রী এবং সংসদ সদস্য পদ থেকে পদচ্যুত হন লতিফ সিদ্দিকী। তারপর টাঙ্গাইল-৪ আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেন নির্বাচন কমিশন। ওই আসনে প্রার্থী হন কাদের সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গেলো ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

১৯ অক্টোবর নির্বাচন কমিশনে (ইসি) কাদের সিদ্দিকী আপিল করলেও ইসি তা বাতিল করে দেয়। পরে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তার মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। পরে নির্বাচন কমিশন ফের আবেদন করলে আদালত তা বাতিল ঘোষণা করেন।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh