• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: আশ্রয়কেন্দ্রে নিতে মাঠে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ নভেম্বর ২০১৯, ১৩:১৭
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: আশ্রয়কেন্দ্রে নিতে মাঠে পুলিশ
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: আশ্রয়কেন্দ্রে নিতে মাঠে পুলিশ

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখানো হয়েছে। তবে পটুয়াখালীর ঝুঁকিপূর্ণ অনেক এলাকাবাসী আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না। তাদের আশ্রয়কেন্দ্রে নিতে মাঠে নেমেছে পুলিশ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন ও মহিপুরের নিজামপুর এলাকা বেশ ঝুঁকিপূর্ণ। জনপ্রতিনিধিরা বলার পরেও অনেকে নিজ উদ্যোগে আসছেন না তাই ওই সব এলাকার পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে। এলাকাবাসীদের আশ্রয়কেন্দ্রে আসতে বাধ্য করা হবে।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন জানান, লালুয়া ইউনিয়নে ২৫ হাজার লোকের বসবাস। বেড়িবাঁধ দুর্বল থাকায় এর মধ্যে বেশির ভাগ এলাকার মানুষ ঝুঁকিপূর্ণ রয়েছে। এদেরকে ইউনিয়ন পরিষদসহ অন্তত ১০টি আশ্রয়কেন্দ্রে নিয়ে নিরাপদে আসার উদ্যোগ নেয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, অতিপ্রবল এই ঘূর্ণিঝড় শনিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। ঘণ্টায় দেড়শ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে ‘বুলবুল’ সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানতে পারে।