• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৯, ১১:৫৪
অস্ত্র আটক ডাকাত
দেশীয় অস্ত্রসহ আটক রফিকুল ইসলাম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গেল বুধবার দিনগত রাতে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদিন শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে হাশুয়া, গাছি দা, চাপাতি, ছুরি, তালা কাটার ,শাবল, ধারালো দা, সেনিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রফিকুল ইসলামকে আটক করেছে।

সম্প্রতি কালীগঞ্জ শহরের ইউনিলিভার বাংলাদেশে (এআর ট্রেডার্সে) ডাকাতি সংঘটিত হয়। এ ডাকাতির সঙ্গে রফিকুল জড়িত ছিল।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। ডাকাত দলের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার 
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
X
Fresh