• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘুষের লাখ টাকা পকেটে ভরার আগেই আটক সাব রেজিস্ট্রার

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ নভেম্বর ২০১৯, ১৬:৪১
হাতকড়া সাবরেজিস্ট্রার আটক
হাতকড়া পরিয়ে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার ও তার সহকারীকে নিয়ে যাচ্ছে দুদক

ঘুষ লেনদের সময় কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও তার অফিস সহকারী রফিকুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় তাদের কাছ থেকে এক লাখ চার হাজার চারশ’ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে দুদকের একটি দল কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা যায়, দুপুরের কুষ্টিয়া দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে একটি দল কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের নিজ অফিস কক্ষ থেকে ঘুষ লেনদেনের সময় এক লাখ চার হাজার ৪শ’ টাকাসহ তাকে ও তার অফিস সহকারী রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করে।

আটককৃত সাব রেজিস্ট্রার ও তার সহকর্মীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসনের এনডিসি আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh