• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেকোনো মূল্যে ফুটপাত উন্মুক্ত রাখা হবে

জাহিদ রহমান

  ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:১৭

যেকোনো মূল্যে ফুটপাত উন্মুক্ত রাখা হবে। জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।

করপোরেশন এলাকায় সোমবার দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানকালে পুরানা পল্টনে পুলিশ-হকার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুলিস্তান, ফুলবাড়িয়া, বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় ফুটপাত এবং রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এমন প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দু’দিন ধরে করপোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। গুঁড়িয়ে দেয়া হচ্ছে রাজনৈতিক ব্যানারের স্থাপনা ও বিআরটিসির টিকেট বুথও। হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে।

এদিকে, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে সকালে মিছিল নিয়ে নগর ভবনে যায় হকাররা। মেয়রের সঙ্গে তারা দেখা করেন।

অন্যদিকে, উচ্ছেদ করা মতিঝিল এলাকায় এদিনও নজরদারি করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh