• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিশুকে যৌন-নিপীড়নের পর হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৫৩
শিশু হত্যা মৃত্যুদণ্ড
শিশু সাবিহা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তালেব

কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিশু সাবিহাকে যৌন-নিপীড়ন ও হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবু তালেব (৩৮)। তিনি উপজেলার মেটন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে শিশু সাবিহা (৭) মেটন গ্রামের নিজ বাড়ির উঠানে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় সে নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতের সেচ খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর বাবা ভাষা আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ আবু তালেবকে গ্রেপ্তার করে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভাবিকে দিয়ে ডেকে এনে চাচাতো বোনকে গণধর্ষণ
---------------------------------------------------------------

মামলার তদন্ত শেষে সাবিহাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌসুলি মেহেদী হাসান আরটিভি অনলাইনকে জানান, দীর্ঘ শুনানি শেষে একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
X
Fresh