• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজীপু‌রে চার কারখানা‌কে ৬৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৯:১১
জরিমানা কারখানা অভিযান
ফাইল ছবি

পরি‌বেশ দূষ‌ণ ও ক্ষ‌তির দা‌য়ে গাজীপু‌রের টঙ্গীর বি‌সিক এলাকায় অভিযান চা‌লি‌য়ে চারটি কারখানা‌কে ৬৪ লাখ ৪৫ হাজার ৪২৫ টাকা জরিমানা ক‌রে‌ছে প‌রি‌বেশ অধিদপ্তর। এছাড়া আরও চারটি কারখানার বিদ্যুৎসং‌যোগ বি‌চ্ছিন্ন ক‌রে উৎপাদন বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত প‌রি‌বেশ অধিদপ্তরের ম‌নিট‌রিং অ্যান্ড এন‌ফোর্স‌মেন্ট শাখার প‌রিচালক রু‌বিনা ফের‌দৌসী এ অভিযান প‌রিচালনা ক‌রেন।

প‌রি‌বেশ অধিদপ্তর সূ‌ত্রে জানা গে‌ছে, গাজীপু‌রের টঙ্গীর বি‌সিক এলাকায় প‌রি‌বেশ দূষণবি‌রোধী অভিযান প‌রিচালনা ক‌রে প‌রি‌বেশ অধিদপ্তর।

এ সময় কারখানার তরল বর্জ্য নির্গত ক‌রে প‌রি‌বেশ দূষ‌ণ ও ক্ষ‌তি করার দা‌য়ে রা‌শিক টেক্সটাইল মিলস‌কে ৫৮ লাখ ২৫ হাজার ৭৬০ টাকা, আশা নি‌টিং ইন্ডা‌স্ট্রিজ‌কে এক লাখ টাকা, কাশ‌ফি প্রি‌ন্টিং লি‌মি‌টেড‌কে দুই লাখ ৬২ হাজার ৪০০ টাকা ও ফাইজা বাটন এন্ড জিপার লি‌মি‌টেড‌কে দুই লাখ ৫৭ হাজার ২৬৫ টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।