• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মসজিদের বারান্দায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৩:৫২
স্কুলছাত্র মসজিদ নিহত
নিহত স্কুলছাত্র ইমরানের মরদেহ

বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের বারান্দার বাইরে থেকে ইমরান (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমরানের বাড়ি বরগুনার সদর উপজেলার সদর ইউনিয়নের ক্রোক গ্রামে। তার বাবার নাম খলিল ফিটার।

খলিল ফিটার জানিয়েছেন, তার ছেলে ইমরান বরগুনা পৌর শহরের কনফিডেন্স স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার বিকেলে কোচিং শেষে সন্ধ্যায় বাসায় ফিরে স্কুলব্যাগ রেখে বাইরে যায়। পরে গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় ইমরানকে খোঁজাখুঁজি করেন তার মা-বাবা। কিন্তু কোনও সন্ধান মেলেনি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ফোনে ফোনে ঘুরছে দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও
---------------------------------------------------------------

ফজরের আজানের সময় মসজিদে এসে মোয়াজ্জিন আহসান হাবিব তার মরদেহ বারান্দার বাইরে ঝুলতে দেখতে পান। নামাজের পর মুসল্লিরা ইমরানের মা-বাবাকে খবর দেন। পুলিশ মরদেহ সুরতহাল করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, সুরতহালে প্রাথমিকভাবে লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
মসজিদের বারান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
দাদির সঙ্গে নদীতে নেমে স্রোতে ভেসে গেল স্কুলছাত্র
X
Fresh