• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলা যুবলীগের সম্পাদকের জেল জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৭ অক্টোবর ২০১৯, ২২:৪১
চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলা যুবলীগের সম্পাদকের  জেল জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঋণ খেলাপি, চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় নাচোল পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবুকে এক বছরের জেল ও ৩৩ লাখ টাকার জরিমানা করেছেন আদালত।

আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় দেন।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ রহনপুর শাখা, বাদী হয়ে এম আই অ্যাকট সেশান ১০৪৯/ ১৭ ঋণ খেলাপি, প্রতারণা ও চেক জালিয়াতির মামলাটি দায়ের করে।

দীর্ঘদিন যাবৎ মামলার আসামি ফারুক আহম্মেদ বাবু আদালতে অনুপস্থিত থাকায় আজ তার বিরুদ্ধে এই দেয়া হয়।

এবিষেয়ে মামলার আইনজীবী মাহবুব আলম জুয়েল জানান, খুব শিগগির আসামি আদালতে আত্মসর্মপণ করবেন। তারপর এ রায়ের বিরুদ্ধে হাইকোটে আপিল করা হবে। তবে এ ব্যাপারে ফারুক আম্মেদ বাবুর সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালত অবমাননা : দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২১ এপ্রিল
যুথীর জামিন আবেদনের শুনানি নিতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
সেই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন যুবলীগের চেয়ারম্যান
যুথিসহ ৩ আইনজীবীর জামিনের আবেদন
X
Fresh