• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভোলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ অক্টোবর ২০১৯, ১৫:২১
তদন্ত প্রতিবেদন জেলা
ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুক হ্যাকিং ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে সংঘর্ষ ও পরিস্থিতির বিষয়ে জেলা প্রশাসনের তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন।

শনিবার সকালে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদনের কপি জমা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, প্রতিবেদন ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।

অপরদিকে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল আজ দুপুরে তার বোরহানউদ্দিন বাসভবনে সংবাদ সম্মেলন শেষে নিহত চার পরিবারকে পাঁচ লাখ টাকা করে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

সংবাদ সম্মেলনে এমপি মুকুল প্রশ্ন তোলেন, ওইদিন বোরহানউদ্দিনে কাদের ইন্ধনে হামলা হয়েছে? ছাত্রদল সভাপতি সবুজসহ যুবদল নেতাদের দেখা গেছে হামলায় নেতৃত্ব দিতে ।

সংবাদ সম্মিলনে এমপি মুকুল জানান, এমন পরিস্থিতি কারও কাম্য ছিল না। গেল রোববার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে সমাবেশ হওয়ার কথা ছিল না। তার পরে কারা সমাবেশ ডেকেছে , তাও তদন্ত করা হচ্ছে। এমনকি ওই সমাবেশ সকাল সাড়ে ১০টায় শেষে হলে পরে ১১টায় একটি গ্রুপ হামলা করে। দুটি তদন্ত টিমের একটি টিম রিপোর্ট জমা দিয়েছে। অপর টিমের তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দারসহ দলীয় নেতাকর্মীরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান রিয়াজ 
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh