• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মা ইলিশ ধরায় ১০ জেলেকে জেল-জরিমানা

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৯, ১০:০৯
ইলিশ মাছ জরিমারা
ফাইল ছবি

বন্দর নগরী ভৈরবের মেঘনায় মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনায় অভিযান চালিয়ে ইলিশ ধরার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট জেলেকে মোট ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা এবং বাকি দুই জেলেকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়াও ২০ কেজি ইলিশ এবং ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা করা হয়েছে। আর ইলিশ মাছগুলো সাদেকপুরের একটি এতিমখানায় বিতরণ করা হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: কক্সবাজারের অনলাইন ক্যাসিনোর হোতা মোস্তফা আটক
---------------------------------------------------------------

এ প্রসঙ্গে ভৈরব উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, গেল ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নদী থেকে ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা আটজন জেলেকে পাঁচ হাজার করে মোট ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করে। তাছাড়া বাকি দুইজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
X
Fresh