• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নুসরাত হত্যা: সাবেক ওসিকে তিরস্কার

ফেনী প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০১৯, ১৪:১৫
নুসরাত হত্যা: সাবেক ওসিকে তিরস্কার
নুসরাত হত্যা: সাবেক ওসিকে তিরস্কার

ফেনীর নুসরাত জাহান ওরফে রাফি হত্যার ঘটনায় গাফিলতি অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে তিরস্কার করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে এ কথা বলেন।

আদালত বলেন, এ ঘটনায় তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন গাফিলতি করেছেন। এ সময় ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড আর না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন আদালত।

গেল ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করলে তার মা শিরিনা আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। তবে তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো নুসরাতকে হয়রানি করেন। তিনি থানায় নুসরাতের কথাবার্তা তিনি ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : পুলিশ দেখে স্বামীর পকেটে রাখা ইয়াবা পলিথিনসহ খেয়ে ফেলেন স্ত্রী
---------------------------------------------------------------------

এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তৎকালীন ওসির বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠলে প্রথমে তাকে বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আছেন।

এর আগে বিচারক নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুসরাত হত্যায় বিভাগীয় দায় থেকে অব্যাহতি পেলেন এসপি জাহাঙ্গীর
বিএনপি নেতা আলালের মুক্তিতে বাধা নেই
X
Fresh