• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০১৯, ১০:৩৪
ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ১৫
ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ১৫

রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় কালুখালী উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম ও দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের পদ্মা নদীর চর আফড়া ও গতমপুর চরে এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মৎস্য অফিসার আব্দুস সালাম ও পুলিশ সদস্য হাফিজ উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া বাকি আহতদের বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ ও কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর নেতৃত্বে পুলিশ ও আনছার সদস্যদের নিয়ে পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে যান। এ সময় অভিযানের দলটি কালুখালী উপজেলার সীমানা পেরিয়ে পাংশা উপজেলার পূর্ব চর আফড়া এলাকায় গেলে জেলেরা তাদের উপর হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তা ও পুলিশ কনস্টেবল সজল ও হাফিজ এবং এক আনছার সদস্য গুরুতর আহত হয়।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষে পান্তা-ইলিশের একাল-সেকাল
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
X
Fresh