• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের আত্মহত্যা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৯, ১৫:৩১
আত্মহত্যা মা ছেলে
ফাইল ছবি

কুমিল্লার তিতাস উপজেলায় ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক মা।

গতকাল মঙ্গলবার উপজেলার বন্দরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। মায়ের নাম লতিফা বেগম (৫২)। তিনি ওই গ্রামের শাহ আলমের স্ত্রী।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলে আলিমের সঙ্গে মা লতিফা বেগমের প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এরই জের ধরে বিভিন্ন সময় ছেলে আলিম মায়ের ওপর অত্যাচার করতো। গেল সোমবার রাতেও মা-ছেলের কলহ হয়। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন লতিফা বেগম।

জানা যায়, ছেলের পক্ষ নিয়ে স্থানীয় দালালরা ঘটনা ধামাচাপা দিতে নানা কৌশল অবলম্বন করেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: দেবহাটায় এক নারীর ৪ সন্তান প্রসব
---------------------------------------------------------------

এদিকে কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম মুন্সী জানান, তার ছেলে সোমবার দুপুরে তার মাকে মারধর করেন। পরে তার মা লতিফা বেগম আমার কাছে এসে ছেলের নির্যাতনের ব্যাপারে অভিযোগ করেন। আলিম বিষয়টি ভালোভাবে না নিয়ে আবার তার মাকে মারধর করেন। আজ সকালে জানতে পারি, লতিফা বেগম বিষপান করে আত্মহত্যা করেছেন। পরে আমরা পুলিশকে ঘটনাটি জানাই।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল ইসলাম বলেন, ছেলে আলিম পলাতক রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
নতুন সিনেমায় বুবলী
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
X
Fresh