• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় যুবক আটক

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ অক্টোবর ২০১৯, ১৩:৫৮
ফেসবুক যুবক আটক
ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে আটক রবিউল আলম

ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জড়িয়ে ফেইসবুকে ‘উসকানিমূলক পোস্ট’ দেওয়ায় চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেল সোমবার রাতে নগরীর লালদীঘি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম রবিউল আলম। তিনি নিজেকে জাতীয় সাইবার পার্টির দক্ষিণ জেলার সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কমিশনার (ওসি) মোহাম্মদ মহসিন জানিয়েছেন, ভোলায় সাম্প্রতিক ঘটনার পর সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানকে ইসকনের একটি প্রতিনিধি দলের ফুল দেওয়ার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন রবিউল। এতে সিএমপি কমিশনারকে ভোলার এসপি উল্লেখ করে আপত্তিকর তথ্য দেওয়া হয়। এছাড়া হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীর ছবি ব্যবহার করে হাটহাজারী মাদরাসা পুলিশ ঘিরে রেখেছে ও বিদ্যুৎসংযোগ বন্ধ করে দিয়েছে বলে মিথ্যা তথ্য ফেসবুকে ছড়ান রবিউল।

ওসি আরও বলেন, রবিউলের ফেসবুকের টাইমলাইন থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য রবিউল ও তার সহযোগীরা এ কাজ করেছেন। তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। তাকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
X
Fresh