logo
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২২ অক্টোবর ২০১৯, ০৯:১১ | আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১০:০৬
মোটরসাইকেল নিহত সার্কাস
ফাইল ছবি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে দুইজন নিহত হন। আহত হন অপর এক মোটরসাইকেল আরোহী।

গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-কুমারখালী উপজেলার শিলাইদহ কল্যাণপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে মো. জিয়া (৪০) ও বড় মাঝগ্রামের কেরামত সরদারের ছেলে মো. হাসান (৩০)। খোর্দবন গ্রামের এসকেন সরদারের ছেলে আহত মো. শফি (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনায় হতাহত তিনজন একটি মোটরসাইকেলে করে পাংশার বাহাদুরপুরে সার্কাস দেখতে যাচ্ছিল। পথে খোকসার গোসাইডাঙ্গী জব্বার মোড় স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মো. জিয়া ও হাসান নিহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলের অন্য আরোহী মো. শফি আহত হন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন 

জেবি/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ২০৬৬৪৯৮১৫৩০৮৯৩৫১৩
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়