• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অরক্ষিত রেলগেট, ট্রেন দুর্ঘটনায় ৪ স্কুল শিক্ষার্থীসহ আহত ৫

যশোর প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৯, ২৩:০২
অরক্ষিত রেলগেট, ট্রেন দুর্ঘটনায় ৪ স্কুল শিক্ষার্থীসহ আহত ৫

যশোরের ঝিকরগাছায় ট্রেন দুর্ঘটনায় চার স্কুলশিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা ঝিকরগাছা আইডিয়াল চাইল্ড স্কুলের ছাত্র।

আজ সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বামনালী চাপাতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝিকরগাছা আইডিয়াল চাইল্ড অ্যাকাডেমির শিক্ষার্থী মুত্তাকিম (৮), জিমিয়া (৭), ইয়াসিন (৭), মীম (৭), লাবিবা (৮) ও ভ্যানচালক সুজন কুমার বাপ্পি (৩৫)।

জানা যায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে চাপাতলা রেলক্রসিংয়ে পৌঁছালে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ঢাকা থেকে আসা বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীবাহী গাড়িটি ছিটকে পড়ে। এতে আহত হন শিক্ষার্থী ও চালক। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিউল্লাহ সবুজ জানান, আহত শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কামুক্ত হলেও চালক সুজন কুমার বাপ্পির অবস্থা গুরুতর।

আহত শিশু মুত্তাকিমের চাচা আমিনুর রহমান জানান, নিরাপত্তার জন্য রেলক্রসিংয়ে ব্যারিকেড বা গেট থাকার কথা। কিন্তু এ রেলক্রসিংয়ে এসবের কিছুই নেই। এমনকি দুর্ঘটনার সময় এখানে রেল বিভাগের পক্ষ থেকে কোনও পাহারাও ছিল না।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
গেটম্যানের গাফিলতিতে ফেনীতে ট্রেন দুর্ঘটনা
দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী
ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা, বরখাস্ত ৩
X
Fresh