• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বোমা মনে করে সারারাত লাগেজ পাহারা, সকালে মিললো হাত-পা কাটা মরদেহ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ অক্টোবর ২০১৯, ১১:৫৮
মরদেহ মাথা পা
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে রেখে যাওয়া লাগেজটি

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে রেখে যাওয়া লাগেজের ভেতর থেকে হাত-পা ও মাথাবিহীন যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন আরটিভি অনলাইনকে জানান, নগরীর পাটগুদাম ব্রিজের কাছে গতকাল সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্ধ্যায় ট্র্যাফিক পুলিশের এক সদস্য পুলিশকে বিষয়টি অবহিত করেন। বোমা সন্দেহে সোমবার রাত আটটা থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল টিমকে।

পরে সোমবার সকাল নয়টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে লাগেজ থেকে হাত-পা ও মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে হত্যার পর খণ্ডিত করে মরদেহটি লাগেজের ভেতর রেখে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পড়াতে এসে ছাত্রীকে জাপটে ধরেন শিক্ষক, অতঃপর
---------------------------------------------------------------

এদিকে রাতেই ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র‌্যাব সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh