logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

বোন মিমকে ‘ডিম’ বলে ডাকায় শ্বাসরোধে হত্যা

আরটিভি অনলাইন ডেস্ক
|  ২১ অক্টোবর ২০১৯, ১১:৪১ | আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৭
হত্যা মিম ডিম
খালাতো শ্বাসরোধে হত্যায় জড়িত মিম
নড়াইলের লোহাগড়া উপজেলার সিংগা গ্রামে শিশু রমজান শেখ হত্যার রহস্যের জট খুলেছে। পুলিশের তদন্তের ভিত্তিতে জানা যায় নাম ব্যঙ্গ করায় খালাতো বোন মিম আক্তারই তাকে হত্যা করেছে।

পুলিশ জানায়, জেলা ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মূল আসামি রমজানের খালাতো বোন মিম আক্তার।

তিনি জানান, ‘মিম’ না বলে ‘ডিম’ ডাকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে মিম।

পুলিশ জানায়, এর আগে গেল বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পরে মিম আক্তার রমজানকে ঘরের মধ্যে মারপিট করে। তাকে ‘মিম’ না বলে ‘ডিম’ ডাকতো রমজান। এতে ক্ষিপ্ত ছিল মিম। গেল বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পরে রমজানকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে কয়েকজনের সহযোগিতায় মরদেহ গুমের চেষ্টাও করা হয়। রাতে গ্রামে অভিযান চালিয়ে হত্যার সময় শিশু রমজানের সঙ্গে থাকা বই ও স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রমজানের বাবা ইলিয়াস শেখ, ইউসুফ শেখ, লাকী বেগম ও হাবিবুর রহমানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়