• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পড়াতে এসে ছাত্রীকে জাপটে ধরেন শিক্ষক, অতঃপর

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ অক্টোবর ২০১৯, ০৯:৪৪
ছাত্রী পড়ানো শিক্ষক গ্রেপ্তার
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুরুল হুদা নামে স্কুলটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে ওই ছাত্রীর মা নগরীর মতিহার থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় স্কুলের শিক্ষক দুরুল হুদাকে একমাত্র আসামি করা হয়েছে। পরে বিকেলে নগরীর কাজলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গেল ১৬ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা। পড়া শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোর রুমে নিয়ে যান তিনি। একপর্যায়ে তিনি ছাত্রীকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। বিষয়টি বুজতে পেরে ওই ছাত্রী দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরেন তিনি। ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসেন। ওই সময় দুরুল হুদা পালিয়ে যান।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নবধূকে ধর্ষণ করলেন শ্বশুর, আটক
---------------------------------------------------------------

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুরুল হুদাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
X
Fresh