• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মোবাইল ফোন কিনে না দেয়ায় মাকে খুন!

বাগেরহাট প্রতিনিধি

  ২০ অক্টোবর ২০১৯, ১৩:১৮
মোবাইল ফোন কিনে না দেয়ায় মাকে খুন!
মোবাইল ফোন কিনে না দেয়ায় মাকে খুন!

বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ মা রাবেয়া মল্লিক (৬০) খুন হয়েছেন। পুলিশ ঘাতক ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৬) আটক করেছে।

আজ রোববার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট শহরের পশ্চিম বাসাবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাসেল মোল্লা শাজাহান মোল্লার ছেলে। শাজাহান মোল্লা খুলনায় বসবাস করেন।

এলাকাবাসী জানান, নিহত রাবেয়া মল্লিকের প্রথম পক্ষের সন্তান রাসেল মোল্লা। ওই পক্ষের আরও ৩টি কন্যা সন্তান রয়েছে। তারা বিবাহিত। তাদের বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে রাবেয়া মল্লিকের হারুনর রশিদ বুলু নামে একজনের সঙ্গে বিয়ে হয়।

দ্বিতীয় পক্ষের স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়িতে একমাত্র ছেলে রাসেল মোল্লাকে নিয়ে বসবাস করে আসছিলেন এই বৃদ্ধা।

জানা যায়, রাসেল ২০ বছর ধরে নেশাগ্রস্থ ছিল। ঘটনার দিন সকালে পাশের একটি দোকান থেকে চা এনে ছেলেকে খাওয়ার তিনি। এরপর এই হত্যার ঘটনা ঘটে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, শহরের বাসাবাটি এলাকায় নেশাগ্রস্ত সন্তান রাসেল মাকে হত্যা করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে মোবাইল কিনে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে মাকে হত্যা করেছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক ও নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh