• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৫১
মা ছেলে মৃত্যু
ফাইল ছবি

বরিশালে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর একটার দিকে নগরীর সাগরদী আলিয়া মাদরাসা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দেলোয়ারা বেগম (৬০) নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার ছেলে শিপনকে (৩৫) মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠিতে। তারা বরিশালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হচ্ছেন দেলোয়ারা বেগমের অপর ছেলে স্বপন ও স্বপনের স্ত্রী মোর্শেদা এবং তাদের ভাইয়ের ছেলে রবিউল এবং স্বজন আনিস।

---------------------------------------------------------------
আরো পড়ুন: কোলের শিশুকে জখম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা যুবলীগ নেতার
---------------------------------------------------------------

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। ট্রাক ও ট্রাকের একজন হেলপারকে আটক করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
X
Fresh