• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আকস্মিক নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৩৪
হানপাতাল খাদ্যমন্ত্রী মন্ত্রী
হাসপাতাল পরিদর্শন করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

স্থানীয় স্বাস্থ্য বিভাগের খোঁজ নিতে আকস্মিকভাবে নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে মন্ত্রী হঠাৎ করেই পরিদর্শনে গিয়ে চিকিৎসাধীন রোগীর কাছে স্বাস্থ্যসেবার খোঁজ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন মন্ত্রী।

মন্ত্রীর আগমনের খবর পেয়ে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারি ও সদর হাসপাতালে দায়িত্বরত অন্যান্য কর্মকর্তারা ছুটে আসেন তার কাছে। এ সময় দায়িত্বরতরা হাসপাতালের নানা সংকটের কথা তুলে ধরেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, ওষুধ সরবরাহ সন্তোষজনক থাকলেও স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসক, জনবল, চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন মন্ত্রী।

---------------------------------------------------------------
আরো পড়ুন: এমপি বুবলি ঢাকায়, বিএ পরীক্ষা দিয়েছেন ভাড়াটে শিক্ষার্থীরা
---------------------------------------------------------------

পরিদর্শনে গিয়ে সাধন চন্দ্র মজুমদার তার রাজনৈতিক সহকর্মী নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। মোহাম্মদ আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল চার দিন ধরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
X
Fresh