• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শার্শায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মালটা চাষ

বেনাপোল প্রতিনিধি

  ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৩৩
শার্শা বাণিজ্যিকভাবে মালটা চাষ

যশোরের শার্শা উপজেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মালটা চাষ। দেশীয় বাজারে চাহিদা থাকায় আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। এর জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার উলাশী ইউনিয়নে চাষী জামাল উদ্দীন পিকুল সর্বপ্রথম মালটার চাষ শুরু করেন। ২০১৫ সালে কৃষি অফিস থেকে চারা সংগ্রহ করে ২ বিঘা জমিতে ৯০টি চারা রোপণ করেন তিনি। পরবর্তীতে তার ভাই পটুয়াখালী থেকে ২০০টি চারা কিনে এনে রোপণ করেন। বর্তমানে তাদের জমিতে মোট গাছের সংখ্যা ৩০০টি।

এ বছর প্রথমবারের মতো ফল এসেছে গাছে। প্রতিটি গাছ থেকে ৪০ থেকে ৫০টি ফল পাওয়া যাবে বলে জানান চাষিরা। ১ বিঘা জমিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ করে ১ লাখ টাকার বেশি আয় হবে বলছেন তারা। অধিক লাভ হওয়ায় স্থানীয় অনেক চাষী আগ্রহী হয়ে উঠছেন মালটা চাষে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: দেশের প্রথম সোলার বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু
---------------------------------------------------------------

উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে মালটার চারা ও সার প্রদান করা হচ্ছে। চাষিদের উচ্চমূল্যের ফল চাষের জন্য নানা পরামর্শও দিচ্ছেন বলে জানান কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল।

চলতি বছর ২০ বিঘা জমিতে মালটার চাষ হয়েছে শার্শা উপজেলায়। দিন দিন এ চাষ আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শার্শায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
X
Fresh