• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেলেন যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি অনলাইন

  ১৯ অক্টোবর ২০১৯, ১৮:১৭
যুবলীগ নিহত দুর্ঘটনা
নিহত যুবলীগ নেতা জামরুল ইসলাম

মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামরুল ইসলাম (২৫)। শনিবার সকাল আটটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জামরুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। সে আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।

দলীয় সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাত আটটার দিকে একই উপজেলার আলাইপুর গ্রামের শ্বশুড় বাড়ি থেকে নিজ অটোগাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে আড়ানীর হামিদকুড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন।এ সময় বাড়ির পাশের গ্রাম চকসিংগা মসজিদ সংলগ্ন এলাকায় অটোগাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে জামরুল সহ স্ত্রী ও ছেলে আহত হয়। তবে গুরুতর আহত হন জামরুল। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে স্ত্রী ও ছেলে বাড়িতে ফিরলেও ও হাসপাতালে ভর্তি থাকেন জামরুল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: কোলের শিশুকে জখম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা যুবলীগ নেতার
---------------------------------------------------------------

আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটায় মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট) শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
X
Fresh