• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজবাড়ীতে ৪ মণ ইলিশ জব্দ, ৫১ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন প্রতিনিধি

  ১৯ অক্টোবর ২০১৯, ১৭:২৩
ইলিশ জেলে দণ্ড
নিষেধ অমান্য করে ইলিশ ধরায় দণ্ডপ্রাপ্ত জেলেরা

পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে শনিবার রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও দৌলতদিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চার মণ ইলিশ ও দুই লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।আর ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। পরে সকালে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষ আটক
---------------------------------------------------------------

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে দণ্ডবিধির ১৮৭ ধারা মতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
মাছের ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
X
Fresh