• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

টেকনাফ প্রতিনিধি

  ১৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৬
টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষ আটক
টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

টেকনাফের সাগর তীর থেকে মালয়েশিয়াগামী ছয়জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে উখিয়া বালুখালী ক্যাম্পের তিনজন, কুতুপালং ক্যাম্পের দুইজন ও উনচিপ্রাং ক্যাম্পের একজন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে দুই জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনতা। পরে বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করলে এসআই জামসেদ এর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের টেকনাফ থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার এসআই জামসেদ জানান, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর কর হবে।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
X
Fresh