• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ অক্টোবর ২০১৯, ০৮:৫৫
ডাকাত নিহত বন্দুকযুদ্ধ
ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রসুলপুর আঞ্চলিক সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোতালেব। তিনি উপজেলার ছয়ানি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ফতুল্লায় ১১ মণ মা ইলিশ জব্দ, আটক ১
---------------------------------------------------------------

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহ কামাল আকন্দ আরটিভি অনলাইন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দুটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা হামলা চালায়।

আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এ সময় তার সহযোগীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ মোতালেব নামে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় আক্রাম হোসেন নামে পুলিশের এক এসআই আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
X
Fresh