• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ক্যাসিনো সাঈদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ অক্টোবর ২০১৯, ২২:৩৫
মমিনুল হক সাঈদ
ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদশে জারি করা হয়েছে।

ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন মমিনুল হক সাঈদ। রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর আলোচনায় আসেন তিনি।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মমিনুল হক সাঈদ। এছাড়া মতিঝিল এলাকায় গাড়ির চোরাই তেলের ব্যবসা করতেন। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর দল পরিবর্তন করেন। 'তেল সাঈদ' হিসেবে পরিচিত সাঈদ হয়ে ওঠেন যুবলীগ নেতা। এরপর মতিঝিল এলাকায় গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী।

ক্যাসিনোবিরোধী অভিযানের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন। ওয়ান্ডারার্স ক্লাবসহ কয়েকটি ক্লাবে ক্যাসিনো জুয়ার অন্যতম হোতা তিনি। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন সাঈদ।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
কুমিল্লায় উদ্ধার হওয়া লাশটি জামালপুরের কাউন্সিলরের
ময়মনসিংহে কাউন্সিলরের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
হিলিতে কাউন্সিলরকে মারধর, পৌরসভার নাগরিক সেবা বন্ধ
X
Fresh