• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাঁদাবাজি বন্ধ হওয়ায় অটোরিকশা শ্রমিকদের আনন্দ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৭ অক্টোবর ২০১৯, ১৭:৪১
মিছিল আনন্দ শ্রমিক
মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হওয়ায় শ্রমিকদের আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ ও আঞ্চলিক মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধ করায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে রায়পুর পৌর শহরে শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা এ মিছিল করে।

মিছিলটি জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এদিকে গেল ১৩ অক্টোবর জেলা ও ১৪ অক্টোবর রায়পুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ ও আঞ্চলিক মহাসড়কের অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধের বিষয়টি উপস্থাপন হয়।

এ সময় কর্মকর্তারা লক্ষ্মীপুরে পরিবহন চাঁদাবাজি চলবে না বলে আবারও কঠোর হুঁশিয়ারি দেন।

সিএনজি মালিক ও শ্রমিকরা জানায়, লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে প্রতিদিন কয়েক হাজার বাস, মিনিবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চলাচল করে। মালিক ও শ্রমিক সমিতির ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা চাঁদা উত্তোলন করে। দৈনিক হাজিরা হিসেবে লোক নিয়োগ করে ৩০ টাকা থেকে শুরু করে ইচ্ছেমতো চাঁদা আদায় করা হয় পরিবহনগুলো থেকে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
X
Fresh