• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৯, ১২:৫৩
জরিমানা, পেঁয়াজ, ব্যবসায়ী
ফাইল ছবি

দেশের বন্দরনগরী ভৈরবে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বাজারের নদীপাড় এলাকার পেঁয়াজ আড়তে অভিযান চালিয়ে এই জড়িমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

জানা গেছে, শহরে বেশ কয়েক দিন ধরে অসাধু পেঁয়াজ ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছিল। এমন খবরে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে চড়া দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন, পেঁয়াজ ব্যবসায়ী মাসুম মিয়া ও বেদন মিয়া।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, সরকার প্রতি কেজি পেঁয়াজের মূল্য ৪৫ টাকা নির্ধারণ করছে। কিন্তু সরকারের নির্দেশনা অমান্য করে তারা দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করছে। ফলে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh