• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকে ব্রেস্ট ফিডিং রুম, খুশি মায়েরা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ অক্টোবর ২০১৯, ১১:৫০
ব্রেস্ট, ফিডিং, রুম
কালীগঞ্জ উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় তৈরি ব্রেস্ট ফিডিং রুম

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলায় ব্যাংকে আগত শিশুদের দুধ পান করানোর জন্য ব্রেস্ট ফিডিং রুম তৈরি করা হয়েছে।

অগ্রণী ব্যাংক লিমিটেড কালীগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এ ব্রেস্ট ফিডিং রুম তৈরি করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকে গিয়ে দেখা যায়, ব্যাংকের মহিলা গ্রাহকরা তাদের শিশুদের বুকের দুধপান করাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন।

অনেক সময় বিদ্যুৎবিল, ব্যাংকে লেনদেন করার সময় দূরদূরান্ত থেকে আসা মায়েরা তাদের কোলের শিশুদেরদেরকে ঠিকমতো দুধ পান করাতে পারেন না।এ ভোগান্তি দূর করতে ব্যাংকের দুইজন কর্মকর্তা আব্দুস সালাম ও আজির আলীসহ ১৮ জন কর্মচারীদের উদ্যোগে অফিসের মধ্যে তৈরি করেছেন ব্রেস্ট ফিডিং রুম। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : কর্ণফুলী নদীতে বাল্কহেড ডুবির ঘটনায় জাহাজ চলাচল বন্ধ
---------------------------------------------------------------------

ব্যাংকের গ্রাহক সাবিনা বেগম বলেন, আর ব্যাংকে কাজ করতে এসে বাচ্চাদের নিয়ে ভোগান্তি পোহাতে হবে না।

কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও ব্যাংক গ্রাহক মো. সদরউদ্দীন মিয়া বলেন, সরকারি ব্যাংকে ব্রেস্ট ফিডিং রুম তৈরি করে সেবা দেওয়া হচ্ছে এটি ভালো কাজ। প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসে এমন উদ্যোগ নেওয়া উচিত।

এ ব্যাপারে কালীগঞ্জ অগ্রণী ব্যাংক লিমিটেড শাখার ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস বলেন, ব্যাংকে কর্মরত কর্মচারীদের ব্যক্তিগত তহবিল থেকে ব্যাংকে আগত মা শিশুদের দুধ পান করানোর জন্য ব্রেস্ট ফিডিং রুম তৈরি করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
কেন্দ্রে ভোট দিতেন না উত্তম কুমার, মহানায়কের জন্য ছিল যে ব্যবস্থা
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
X
Fresh