• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মা ইলিশ ধরায় ১১৫ জেলেকে কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ অক্টোবর ২০১৯, ১১:৩০
ইলিশ, মাছ, জরিমানা
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত দুইটা থেকে ভোররাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৫৪৫ কেজি মা ইলিশসহ ১১৫ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির।

এর মধ্যে নড়িয়া এলাকার পদ্মা নদী থেকে এক লাখ মিটার কারেন্ট জাল, ৩০০ কেজি মা ইলিশ ও ৬৫ জন জেলেকে আটক করা হয়। জাজিরায় ৬০ হাজার মিটার জাল, ২০০ কেজি ইলিশ, ৩০ জন জেলে এবং ভেদরগঞ্জ এলাকা থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ৪৫ কেজি মা ইলিশ ও ২০ জন জেলেকে আটক করা হয়।

প্রসঙ্গত, শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া থেকে গোসাইরহাট উপজেলার খুনের চর পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর মোট ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য সব ধরনের জাল ফেলার নিষেধাজ্ঞা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির বলেন, আমাদের এ অভিযান অব্যাহত আছে এবং বাকি দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
X
Fresh