• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধান ক্ষেতে ফুটফুটে নবজাতক

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৯, ২৩:০৫

কিশোরগঞ্জের তাড়াইলে ধান ক্ষেতে একটি ফুটফুটে নবজাতক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে জন্মের পর পরই উপজেলার পুরুড়া স্কুল সংলগ্ন একটি ধান ক্ষেতে শিশুটিকে ফেলে রেখে যায় কেউ।

মায়ের উষ্ণতায় ফুলের মতো ফুটফুটে নবজাতকটির বেড়ে ওঠার কথা থাকলেও মায়াবী চেহারার সদ্যোজাত এই শিশুটিকে জন্মের পরই দেখতে হয়েছে নিষ্ঠুরতা আর নির্মমতা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার পুরুড়া স্কুল সংলগ্ন একটি ধান ক্ষেতে নবজাতকের কান্না শুনে গ্রামের সুফিয়া খাতুন নামে এক নারী এগিয়ে যান। পরম মমতায় তিনি বাচ্চাটিকে কোলে তুলে নেন। পরে শিশুটিকে তিনি বাড়িতে নিয়ে যান।

ধান ক্ষেতে নবজাতক পাওয়ার খবরে এলাকাবাসী তার বাড়িতে ভিড় করেন। বাড়িতে নেয়ার পর থেকেই শিশুটি স্নেহ কাড়ছে সবার। ঠাঁই পাচ্ছে এক কোল থেকে আরেক কোলে।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ভোরে তাড়াইল থানার পুরুরা এলাকার একটি ধান ক্ষেতে এই ছেলে শিশুটি পাওয়া গেছে। এই ব্যাপারে কারও কাছে কোনও তথ্য থাকলে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
ভুট্টাখেতে কাঁদছিল নবজাতক, অতঃপর... 
ভিসির বাংলোতে নবজাতকের মরদেহ ফেলা যুবক আটক
মেম্বারের বাবার কবরের ওপর কাঁদছিল নবজাতক, অতঃপর...
X
Fresh